বুধবার ৫ জুন ২০২৪ - ১২:১৯
একজন গাজাবাসী মায়ের আর্তনাদ যা যে কোন জীবিত মানুষের চোখে জল এনে দেবে।

হাওজা / একজন গাজাবাসী মায়ের আর্তনাদ যা যে কোন জীবিত মানুষের চোখে জল এনে দেবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজায় প্রতিদিনই নিষ্ঠুরতার নতুন ইতিহাস লেখা হচ্ছে সন্ত্রাসী ইসরাইল দ্বারা। নিরীহ ফিলিস্তিনি শিশুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে দখলদার ইহুদিবাদী সেনাবাহিনীর হাতে।

গাজা থেকে বেরিয়ে আসা একটি ভিডিও যাদের বুকে হৃদয় আছে এমন প্রত্যেক ব্যক্তিকে হতবাক করেছে।

একজন মা-বাবা তাদের নিষ্পাপ শিশু কন্যার লাশ কোলে ধরে এমনভাবে চিৎকার করে কাঁদছেন যে সেখানে থাকা সবার চোখ ভিজে যায়।

নিরপরাধ শহীদ মেয়ের বাবা তার মেয়ের মৃতদেহ হাতে নিয়ে চিৎকার করে "এই আমার আত্মা, এটাই আমার আত্মা"।

সন্ত্রাসী ইসরাইলি সেনাবাহিনী মধ্য গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে এই ফিলিস্তিনি মাকে তার ছোট্ট মেয়ে থেকে বঞ্চিত করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha